কর্মশালা, স্থানঃ সিটি ল কলেজ, খুলনা
আগামী ১৪/০৯/২০২৪ তারিখ রোজ শনিবার খুলনা কর আইনজীবী সমিতি কর্তৃক সকাল ১১.০০ ঘটিকায় সিটি ল কলেজ, খুলনায় আয়কর আইন ২০২৩ ও আয়কর পরিপত্র ২০২৪ এর উপরে এক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত ওরিয়েসটেশর কোর্সে সকল সম্মানিত সদস্যণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে
(এ্যাড. মোঃ আওরঙ্গজেব)
সাধারণ সম্পাদক
খুলনা কর আইনজীবী সমিতি, খুলনা।
Share: Facebook