১৯৬৪ সালের আগে আয়কর আইনজীবীদের কোন সংগঠন খুলনায় ছিল না। পেশায় যারা ছিলেন তাদের সংখ্যা ছিল মাত্র ১৩ জন। সর্বজন জনাব এম.এ. হান্নান, তফছির উদ্দিন আহমেদ, বি. আলম, হিম্মত আলী, মনিরুল হুদা ও সরদার রফিজার রহমান উদ্যোগী হয়ে Khulna Income Tax Bar Association গঠন করেন ১৯৬৪ সালের জুন মাসের ৬ তারিখ। পরবর্তী নামান্তর হয়ে হয়- খুলনা আয়কর আইনজীবী সমিতি। যার সদস্য সংখ্যা আর ৫০০ জনের উপরে।
তথ্য ও প্রযুক্তির উন্নয়নের মূল লক্ষ্যই হচ্ছে দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন দপ্তর ও কার্যালয়ের অংশীজনদের মধ্যে যোগাযোগ দ্রুত এবং সহজীকরণ করা। প্রতিনিয়ত যোগাযোগ প্রক্রিয়ায় তথ্য আদান প্রদানের মাধ্যমেই আমাদের কার্যক্রম সম্পন্ন হয় বিধায় হালনাগাদ টেলিফোন নির্দেশিকা সংরক্ষিত না থাকলে সামগ্রিক কর্মকান্ড ব্যাপকভাবে ব্যাহত হয়।
আয়কর আইন চর্চা ও সাংগঠনিক দিক থেকে ঢাকার পরই খুলনার স্থান। ঐতিহ্যবাহী খুলনা কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৪-২০২৬ কর্তৃক বিজ্ঞ সদস্যবৃন্দের নাম, ঠিকানা, সেলফোন, ই-মেইল, টেলিফোন নম্বর, ব্লাড গ্রুপের হালনাগাদ একটি ডিজিটাল টেলিফোন নির্দেশিকাটি খুলনা কর আইনজীবী সমিতির সকল সদস্যদের মধ্যে যোগাযোগের অনুঘটক হিসাবে কাজ করবে।